বর্ধমানের গলসিতে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক যুবকের
২২ অক্টোবর, সেখ সামসুদ্দিনঃ পূর্ব বর্ধমানের গলসি এলাকার পুরষা গ্রামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার বিকালে। এই ঘটনায় গলসি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ফলে পুরষা গ্রাম সহ এলাকার মানুষজন ভিড় জমায় গলসি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, ছুরি বা কাঁচি জাতীয় কোন ধারালো অস্ত্র দিয়ে পাঁজরে আঘাত করায় মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম সফিউল ইসলাম মন্ডল ওরেফে কাঞ্চন। বয়স আনুমানিক ৩৯ বছর। তিনি গলসি থানার পুরষা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা সেখ ফিরোজ আহম্মেদ জানান, এদিন বৈকাল চারটা নাগাদ গ্রামের ভিতরে হঠাতই সফিউলকে মাটিতে পরে কাতরাতে দেখে তিনি ছুটে যান। তখনই তিনি জানতে পারেন ধারলো ছুরি বা কাঁচি জাতীয় কোন অস্ত্র দিয়ে কাঞ্চনের পাঁজরের কাছে আঘাত করে গ্রামেরই যুবক ফিরোজ মল্লিক। তবে ঠিক কি কারনে সফিউলকে অস্ত্র দিয়ে আঘাত করে ফিরোজ তা তিনি জানেন না। তারপরই তিনি প্রতিবেশিদের সাহায্য নিয়ে সফিউলকে স্থানীয় পুরষাতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে নিয়ে আসেন। তিনিই খবর দেন সফিউলের বাড়িতে। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মারা যান সফিউল। খবর পেয়ে পুরষা গ্রাম ও হাসপাতালে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও ঘটনায় অভিযুক্ত ফিরোজ মল্লিককে আটক করে থানায় নিয়ে যায়। একই সাথে মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। আকস্মিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া নেমে আসে।