সাধন মন্ডল,

আদিবাসী কুড়মি সমাজের রায়পুর ব্লক কমিটি রায়পুর ব্লক এলাকার প্রতিটি পঞ্চায়েতে সরকারি ভাবে ধান ক্রয় কেন্দ্র খোলা সহ কয়েক দফা দাবিতে রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে প্রতিনিধিমূলক গন ডেপুটেশন দিল ।ডেপুটেশনে উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মী সমাজের রাজ্য সহ-সভাপতি সঞ্জয় মাহাত, জেলা সভাপতি ফুলচাঁন্দ মাহাত ,রাজ্য যুব সভাপতি পরিমল মাহাত, রায়পুর ব্লক সভাপতি উজ্জ্বল মাহাত সহ কুড়মী সমাজের নেতৃত্ব ও সদস্যবৃন্দ ।রাজ্য যুব সভাপতি পরিমল মাহাত বলেন রায়পুর ব্লকের একটিমাত্র কেন্দ্র থেকে ধান বিক্রির টোকেন দেওয়া হচ্ছে যা ভৌগোলিকভাবে চাষীদের খুব কষ্টের মধ্যে আসা-যাওয়া করতে হচ্ছে 25 -30 কিলোমিটার দূর থেকে চাষিরা এসেও টোকেন পাচ্ছেন না হয়রান হয়ে ঘুরে যাচ্ছেন ,তাছাড়া রায়পুর ব্লক এলাকায় ললাট ধানের চাষ বেশি হয় সেই ধন সরকারিভাবে ন্যায্যমূল্যে কিনতে হবে ও ধান বিক্রির দীর্ঘ সময়করা হচ্ছে যা চাষীদের কাছে খুব অসুবিধার কারণ চাষির ঘরে ধান তোলার কয়েক মাসের মধ্যেই ধান কেনার অনুরোধ জানানো হয়েছে সমস্ত বিষয়গুলি রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে জানানো হলো অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে কুড়মি সমাজের রায়পুর ব্লক শাখা। এব্যাপারে রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার বলেন তিনটি জায়গায় শিবির করার কথা ভাবা হচ্ছে বাকি বিষয়গুলি বিভিন্ন বিভাগের সাথে আলোচনা করা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

Leave a Reply