Spread the love

দোলে দোদুল

বসন্ত আসে মধুমালতির সনে,
পূর্ণিমা রাতে মাধুরী জাগে।
তবুও তোমার গান হয়নি শোনা কুঞ্জবনে ‌।
জাগ্ৰত বসন্ত উতলা বাতাসে,
আবীর রঙে দোলে দোদুল ,
তবুও তোমার সাথে হয়নি খেলা দোল।
দোল আসে দোল যায় ,
শুধু রঙ রেখে যায় ।
তবুও তোমাকে পারিনি রাঙাতে ,
দুঃখ হয়ে রয় ‌।


সুবল সরদার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *