দোলাচলে,
মুনমুন মুখার্জ্জী,
পাহারাদার হোক বা হানাদার মিলে মিশে করে রাজ,
একশোকে ছেড়ে একজনকে ধরে নিজের ঢাক পেটানোই কাজ।
বালির ঘরে স্বর্গ গড়ে ধুলো দেয় জগতের চোখে,
অহংকারে আর মিথ্যাচারে আকাশ কুসুম বলে চোখে মুখে।
রং চড়িয়ে বিশ্বাস ভাঙিয়ে ছলনা করে সবার সাথে,
স্নান করিয়ে, সুগন্ধি ছড়িয়ে গরিবের ধুলো নেয় মাথে।
বলতে গেলে যাঁতা কলে পিষতে হবে তোমায় আমায়,
ভয় দেখিয়ে খুব শাসিয়ে জগতকে বলবে মহান তারাই!
বিশ্বাসের আর অবিশ্বাসের দোলায় দুলে দুলে ভাবতে পারো
কে আসল কেইবা নকল, আপন নয় তারা কারো।