দেশের জাতীয় পশু গরুর দাবিতে সওয়াল এলাহাবাদ হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন ,
কোন কড়া হিন্দুত্ববাদী সংগঠনের দাবি নয় এবার খোদ এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির পর্যবেক্ষণে উঠে এলো – গরু কে জাতীয় পশু হিসাবে মর্য্যাদা দেওয়ার পক্ষে সওয়াল।’দেশের জাতীয় পশু হওয়া উচিত গরু’ এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ ঘিরে বিতর্ক। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের এজলাসে উঠা এক গোহত্যা সংক্রান্ত মামলায় মামলায় বিচারপতির পর্যবেক্ষণ – ‘ গো রক্ষা হিন্দুদের মৌলিক অধিকারের মধ্যে পড়া উচিত। কেন্দ্রের উচিত এই সংক্রান্ত বিল আনা’। গত বুধবার উত্তরপ্রদেশে নুতন গো হত্যা সংক্রান্ত আইনে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের আবেদন খারিজ করার শুনানিতে বিচারপতি এহেন পর্যবেক্ষণ টি রাখেন।তিনি পর্যবেক্ষণে জানিয়েছেন – ‘ গরু ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গরু কে জাতীয় পশু ঘোষণা করা উচিত। কারণ দেশের সংস্কৃতি যখন আঘাত পায় তখন দেশই দূর্বল হয়।গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিত’। এর আগে ২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেন্দ্রচন্দ্র শর্মা গরু কে ‘মাতা’ বলে সম্বোধন করে থাকেন এক মামলায়।পাশাপাশি সংবিধানের ৪৮ এবং ৫১ এ ( জি) ধারা অনুযায়ী জাতীয় পশু হিসাবে মর্য্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করতে দেখা যায় তাঁকে।