রবিবার ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবারের ৯ম বর্ষের বিজয়া সম্মিলনী ও পুজো পরিক্রমা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান কলকাতার লেকটাউনে.. নানা পুরস্কারের সাথে সাথে ছিলো স্বামী বিবেকানন্দের সুন্দর স্মারক উপহার যা দেওয়া হয়েছে কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রমের উদ্যোগে মূলত: জঙ্গল পাহাড়ের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মানুষদের জন্য পুজোর সময় সেবাকাজে এবং দু:স্থ পর্বতারোহীর অপারেশনে সহায়তাকল্পে পরিবারের যেসকল সহৃদয় সদস্যরা সাহায্য করে পাশে ছিলেন তাঁদের…অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূরে কোথাও পত্রিকার সকল লেখক,লেখিকা কবি ও ফটোগ্রাফার এবং নানা অভিনেতা ও গুণী মানুষজন যেমন অভিনেতা সঞ্জয় বিশ্বাস, নিপুন মল্লিক, জয়ন্ত দাস, রেডিও জোকি পামেলা মিত্র, সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় সহ প্রকাশক ও স্বেচ্ছাসেবী অরিন্দম ভট্টাচার্য সহ সন্দীপা নন্দী, সোমা চৌধুরী, জয় অধিকারী আরও অনেকে..

Leave a Reply