সেখ নিজাম আলম,
আজ দুর্গাপুর বিধান ভবনে একটি মেগা হেল্থ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছিল এ্যালয় স্টিলস্ প্লান্টের প্রাক্তন কর্মীদের সংগঠন দুর্গাপুর সহমর্মী। দুর্গাপুরের দ্য মিশন হসপিটাল ও দ্বিতা আই কেয়ারের সহযোগিতায় সাড়ে চারশো সদস্যদের নিয়ে এই স্বাস্থ্য শিবির অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দ্বিতা আই কেয়ারের চেয়ারপার্সন ডঃ প্রিয়াংশী চ্যাটার্জী ও দ্য মিশন হসপিটালের বিভিন্ন বিভাগের ডাক্তার, জেনারেল ম্যানেজার (এইচ আর) শ্রী মলয় ভট্টাচার্য, এ এস্ পি’র শ্রীমতি শর্মিষ্ঠা দত্ত, এম্ ডি ইন্ডিয়ার শ্রী সুরজিত দাস, ডি এস পি’র প্রতিনিধি ও উদ্যোক্তা সহমর্মীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অতিথি ও চিকিৎসকরা তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে ভাল থাকার উপায় তুলে ধরেন। মোট ছ’টি বিশেষ বিভাগের চিকিৎসকগণ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করেন। দীর্ঘদিন পর এতো সুন্দর একটি স্বাস্থ্য শিবিরে এসে পুরানো সহকর্মীদের দেখে সকলের মুখে তৃপ্তির হাসি দেখা যায়। যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছিল। উদ্যোক্তাদের আয়োজন দেখে সবাই খুব খুশী। দীর্ঘদিন ঘরে বন্দি থাকার পর যেন একটা অক্সিজেন পেয়ে গেলেন।