ঐশিক সেন,

দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে পালিত হলো বিশ্ব হাসি দিবস l কর্মময় জীবনে মানুষের ভালো থাকার অমূল্য খোরাক হলো হাসি। দুঃখ কষ্টকে দূরে ঠেলতে পারে একমাত্র আনন্দ আর হাসি। আজ সেই বিশ্ব হাসি দিবস। দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে পড়ুয়া থেকে যুবক যুবতী এবং পৌঢ় পৌঢ়ারা একত্রিত হয়ে বিশ্ব হাসি দিবসে মেতে উঠে। হাসিতে মেতে উঠে তারা। মন ভালো রাখতে জীবনের আরেকটা অঙ্গ হাসি। সারাদিনে কিছুটা সময় মানুষের হাসা দরকার বলছে বিশেষজ্ঞরা। হাসির মধ্যে ভালো থাকার রসদ রয়েছে। আর বিশ্ব হাসি দিবসে সকলের মন, শরীর থেকে দূর হোক দুঃখ, কষ্ট। সকাল থেকে চরম উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় হাসি দিবস।

Leave a Reply