দুয়ারে সরকার শিবিরে বিদ্যুৎ ও রেশন কার্ড সংক্রান্ত স্টলে উপচে পড়া ভীড়, লোকপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার যাহা জনমানসে সাড়া ফেলে দেয়। সম্প্রতি ফের শিবির গুলি অনুষ্ঠিত হচ্ছে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত স্তরে। লক্ষীর ভান্ডার, জয়জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্য শ্রী, কন্যাশ্রী প্রভৃতি স্টলে স্টলে মানুষ পরিষেবা পেয়ে উপকৃত। উক্ত স্টলের পাশাপাশি বিদ্যুৎ দপ্তর সহ আরো তিনটি দপ্তরের সংযোগ ঘটানো হয় দুয়ারে সরকার শিবিরে। অনুরূপ শনিবার খয়রাসোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের অধীনস্থ স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির। অন্যান্য স্টলের তুলনায় এদিন বিদ্যুৎ ও রেশম কার্ড সংক্রান্ত শিবিরে ভীড় ছিল উপচে পড়া। শিবির পরিদর্শন করেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকুরানী মন্ডল, আইনজীবী সুনীল কুমার সাহা প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা শিবির পরিদর্শন তার মতামত ব্যক্ত করেন।