দুদিনের স্থায়ী বিচারপতি হয়ে অবসরগ্রহণ করলেন বিচারপতি ডোমা ভুটিয়া,
বৈদূর্য ঘোষাল,
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া অবসর গ্রহণ করলেন। মাত্র দু’দিনের জন্য স্থায়ী বিচারপতি হয়েছিলেন। এদিন তাঁর স্থায়ী বিচারপতি পদে মেয়াদ শেষ হয়ে যায়।আদালত সুত্রে প্রকাশ, গতবছরের ২৭ অগস্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন বিচারপতি ডোমা ভুটিয়া। অতিরিক্ত বিচারপতি হিসাবে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অংশগ্রহণ করেছেন বিচার পর্বে।বিচারপতি ডোমা ভুটিয়া প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের বিচারপতি ছিলেন। পরে তিনি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চেও কয়েকদিন ছিলেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের কয়েকজন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী হিসাবে নিয়োগ করে থাকে । এই তালিকায় ছিলেন বিচারপতি ডোমা ভুটিয়া ।কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট অনুযায়ী, চলতি মাসের ২ তারিখে বিচারপতি ডোমা ভুটিয়া কে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। ৪ মে (বুধবার) তাঁর অবসরের কারণে তিনি মাত্র ২ দিনের জন্য স্থায়ী বিচারপতি হিসাবে কাজ করলেন। আইনজীবীরা জানিয়েছেন , – ” এইরকম উদাহরণ হাতেগোনা কয়েকটি রয়েছে ”