‘দল নাট্যগোষ্ঠী”-র বহু কাঙ্খিত মাসব্যাপি “বাটিক কর্মশালা”র শেষ দিনের প্রদর্শনীর মধ্য দিয়ে উদযাপিত হলো “বিশ্ব নারী দিবস”
ভারতবর্ষের সংস্কৃতিতে ‘কমিউনিটি’ শব্দটি একটি বহুল প্রচলিত শব্দ। কয়েক হাজার বছর ধরে এখানকার মানুষ কমিউনিটির মধ্যে দিয়েই তাদের জীবনাচরন সম্পন্ন করছে। আজ নগর সভ্যতার এই বিচ্ছিন্ন পরিসরে নাগরিক মানুষ কমিউনিটি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেললেও গ্রামীণ পরিমণ্ডলে আজও সেটার বহুল প্রচলন রয়েছে।
“দল নাট্যগোষ্ঠী” ২০১৮ সাল থেকে তাদের নাট্যকর্মের নানা অনুষঙ্গের মধ্যে কমিউনিটির বিষয়টি বিশেষভাবে জোড় দিয়ে এসেছে। বর্তমানে তারা শান্তিনিকেতন লাগোয়া একটি নিভৃত পল্লীর (দিগন্তপল্লী) মানুষদের নিয়ে তাদের সেই কর্মপ্রক্রিয়া সম্পন্ন করে চলেছে। তারা মনে করে আসলে কমিউনিটিই পারে ‘থিয়েটার’ নামক ‘ডেডহর্স’কে বাঁচিয়ে রাখতে।
তারই ধারাবাহিকতায় কমিউনিটি কেন্দ্রিক সাবলম্বীতা অর্জন করার একটি প্রকল্প হাতে নিয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। যেখানে তারা ভেবেছিল কমিউনিটির অন্তত ১০ জন মহিলাকে তারা সাবলম্বী করে তুলবে। নানামূখী যোগাযোগের মধ্য দিয়ে দিল্লী কেন্দ্রিক একটি এন.জি.ও সংস্থা “এম. জি. সোশ্যাল কেয়ার ফাউণ্ডেশন”-এর আর্থিক সহযোগীতায় তারা ফেব্রুয়ারী মাসের ৭ তারিখে শুরু করে বহু প্রতীক্ষিত মাসব্যাপি “বাটিক কর্মশালা”। গত ৮ই মার্চ তারিখে কর্মশালার শেষ দিনে বাটিকের একটি প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে তারা “বিশ্ব নারী দিবস” উদ্যাপন করে দিগন্তপল্লী কালী মন্দির প্রাঙ্গনে।