সাধন মন্ডল,
তালডাংরা ব্লকের পাত্রবাঁধ শ্রীরামকৃষ্ণ সারদার আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী মা সারদা দেবীর 169 তম জন্মতিথি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ।সকাল থেকেই পুজোপাঠ হোম যজ্ঞ মায়ের নাম কীর্তন ও জীবনী নিয়ে আলোচনা সহ এলাকার দুঃস্থদের বস্ত্র দান ও উপস্থিত ভক্তদের প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন আশ্রমের সভাপতি মদনমোহন সেনগুপ্ত সহ সমস্ত কর্মকর্তাগণ এ ব্যাপারে সম্পাদক অসিত ঘোষ বলেন আমরা কয়েক বছর ধরে এই অনুষ্ঠান পালন করে আসছি পুজো পাঠ ছাড়াও দুঃস্থদের বস্ত্র দান আমাদের এদিনের অনুষ্ঠানে একটি অঙ্গ।