তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস পালন মহাসমারোহে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ৮ ই অক্টোবর শনিবার শুক্লা চতুর্দশী।বীরভূমে অবস্থিত তারাপীঠের তারা মায়ের আবির্ভাব তিথিতে গর্ভগৃহ থেকে মাকে নিয়ে আসা হয় বিরাম মঞ্চে্। সেই মতো আজ অর্থাৎ শনিবার বিরাম মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে ।দিনভর এখানেই পালিত হয় যাবতীয় পুজো । ভোর থেকেই মন্দিরে ভক্তদের ভিড়,আর সেই দিক মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা। ভোরের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে মায়ের পুজো।আজকের এই পূজো নিয়ে মন্দির কমিটির সভাপতি পুজা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত সাক্ষাৎকারে বলেন……।
অপরদিকে হাওড়া থেকে আগত পিঙ্কি চ্যাটার্জী নামে এক পুণ্যার্থী ও একান্ত সাক্ষাৎকারে অভিমত ব্যক্ত করে বলেন…. …..।