তসবীর
সঙ্গীতা কর
ইথিওপিয়ার মালভূমির মতো, তরঙ্গায়িত ঢেউ ওঠে বুকে
জানো নীলাদ্রি, আজও তোমার ওই গোঁফ জোড়া
আর ধনুকের মতো বাঁকানো কালো সুগঠিত ঠোঁট,
গভীর রাতে কানের কাছে ফিসফিস করে কিছু বলে,
মনে হয় বহুদিন ধরে সুপ্ত থাকা আগ্নেয়গিরি জেগে উঠবে
উষ্ণ স্রোতের দোলায় দুলে ওঠে ভূমধ্যসাগর সম শরীর।
মাতন লাগে হৃদপিণ্ড, অলিন্দ, নিলয় সহ শিরা জুড়ে,
তোমার দীঘল আয়ত চোখে মিলিয়ে যায় আমার কথারা,
মনে হয়, বুঝি জড়িয়ে ধরে বলবে ভালোবাসি, ভালোবাসি,
কিন্তু একি!! চোখ মেলে দেখি সামনে তুমি নয় শুধু ছবি!