জুলফিকার আলি,

মাইক বোঝাই মেশিন ভ্যান গাড়ি উল্টে মৃত এক। তমলুকের পায়রাচালী ঘটনা।

একটি মেশিন ভ্যান মাইক সেট বোঝাই করে তমলুক থেকে নিমতৌড়ী দিকে যাচ্ছিল। ঘটনাটি ঘটেছে তমলুকের পায়রাচালী তেল পাম্প সামনে, সন্ধ্যা ৬টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এলাকাবাসী সূত্রে খবর, মেশিন ভ্যানে চালকের সাথে থাকা এক ব্যাক্তির(সাধন মাইতি) উপর মেশিন ভ্যান সহ বক্স চাপা পড়ে যায়। গুরুতরভাবে জখম হয় ওই ব্যক্তি। এবং মেশিন ভ্যান চালক পলাতক। ঘটনা স্থানে ছুটে আসে এলাকাবাসী। এলাকাবাসী ওই ব্যক্তিকে(সাধন মাইতি) উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম সাধন মাইতি, বয়স ৬০ বছর, তমলুকের পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাপাসবেড়িয়া এলাকায় বাড়ী। ঘটনা স্থানে পৌঁছায় তমলুক থানার পুলিশ। তদন্তে তমলুক থানার পুলিশ।

Leave a Reply