, সেখ সামসুদ্দিনঃ বাংলায় একটি প্রবাদ বাক্য আছে ‘টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুলতলায় বাস’ এমন দৃশ্য দেখা গেল মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। যেখানে শত শত মানুষ প্রতিদিন রোগ নিরাময়ের জন্য আসেন চিকিৎসার জন্য সেখানে স্বাস্থ্যকেন্দ্রের ছাদের উপরে পানীয় জলের ট্যাঙ্কের ঢাকনা খোলা। এই ঢাকনা হীন জলের ট্যাংকে প্রতিনিয়ত ধুলোবালি , বিষাক্ত কীট পতঙ্গ এমনকি পাখিদের মলমূত্র ওই জলের ট্যাংকের মধ্যে পড়তে পারে। সেই পানীয় জল পান করছেন চিকিৎসা করতে আসা রোগী ও ডাক্তার। রোগীর পরিজনরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে মুখ খুলতে নারাজ।