ডিজিটাল মিডিয়ার রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত

নুরুল ইসলাম খান,

বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়ার গ্ৰহনযোগ্যতা ব্যপক বৃদ্ধি পেয়েছে । অন্যদিকে খবর সংগ্রহ এবং পরিবেশনার ক্ষেত্রেও সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। সেই সব কথা মাথায় রেখে রবিবার কলকাতা প্রেস ক্লাবে ডিজিটাল মেডিয়ার (ইউটিউবার)রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সভায় উঠে এসেছে তাদের বহুবিধ সমস্যার কথাগুলো।
মূল স্রোতের মিডিয়াগুলি যে সব সুযোগ সুবিধা ভোগ করে, তার ছিঁটেফোঁটাও যে তারা পায় না সেই বিষয়গুলো ডিজিটাল মিডিয়া ফেডারেশন উত্থাপন করেছে। সংস্থার উদ্যোগে প্রথম রাজ্য সম্মেলনে উপস্থিত ছিল অসংখ্য মেডিয়া।পেস করা হয় ন্যায্য অথচ মৌলিক অধিকারের কিছু দাবি।যেমন,
ডিজিটাল মিডিয়ার জন্য পৃথক প্রেস ক্লাব স্থাপন।
প্রথাগত সাংবাদিকদের মতো ডিজিটাল সাংবাদিকদের জন্যও স্বাস্থ্যবীমা ও জীবনবীমার ব্যবস্থা করার বিষয়টি দাবি করেছে। তাদের
প্রেস কার্ড এবং সরকারি অনুমোদনসহ স্বীকৃতির দাবি তুলেছে।সরকরি বিজ্ঞাপন ও তাদের আইনি সহায়তার বিষয়টি তুলে ধরেছে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র
কুণাল ঘোষ, আইনজীবী
ফিরদাউস সামীম,
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল-বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান, ই এম ই র চেয়ারম্যান কাজী মহসীন আজিমি,দেবাংশু ভট্টাচার্য ও বাংলা পক্ষ’র সাধারণ সম্পাদক প্রফেসর গর্গ চট্টোপাধ্যায়। এদিনের সভায় কুনাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য দাবিগুলোকে গুরুত্বদিয়ে সরকারের কাছে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন ডিজিটালের স্বাধীন জায়গাটা শক্তিশালী করতে।সভায় আমন্ত্রণিত বিশিষ্টরা আয়োজকদের
উদ্যোগ কে প্রসংশা করেছেন। আয়োজক সংস্থা জানায় সমস্ত মিডিয়াকে ঐক্যবদ্ধ করে গদি মিডিয়ার সরব হয়ে সত্য ঘটনা প্রকাশ করবে। বিভিন্ন জেলার সাংবাদিকরা সভায় হাজির ছিল।প্রত্যেক জেলায় এইরকম সম্মেলন হবে বলেও উদ্যোক্তারা জানায়।

Leave a Reply