ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিক্ষোভ
সেখ সামসুদ্দিন, ১৪ নভেম্বরঃ রবিবার আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি ইস্টার্ণ বাইপাস রোড আশিঘর মোর পেট্রোল পাম্পের সামনে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রাতাহার করার দাবিতে বিক্ষোভ করা হয়। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান প্রতিদিন যেভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে করে সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। আর তা না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে। আজকের এই বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল সহ যুব নেতা শঙ্কর সাহা, বাসুদেব মন্ডল, শাশ্বতী সাহা, মনোরঞ্জন সরকার ও অন্যান্য লোকাল কমিটির সদস্যগণ।