পারিজাত মোল্লা,
ক্রীড়াক্ষেত্রে উন্নতির জণ্যে বদ্ধ পরিকর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। মমতা বান্দপাধ্যা য়ের অনুপ্রেরনায় ,অভিষেক বান্দাপাধ্যায়ের আদর্শে বারাকপুরে অঞ্চলের ক্লাব গুলোর ক্রীড়াক্ষেত্রে ও সার্বিক উন্নতিতে পাশে দাড়িয়েছেন বারাকপুরের ক্রীড়াপ্রেমী সাংসদ অর্জুন সিং। কয়েকদিন আগেই শ্যামনগরের ঐতিহ্যশালী ক্লাব শ্যামনগর সবুজ সংঘ কে নিজের সাংসদ তহবিল থেকে অর্থ সাহায্য করেছিলেন সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সবুজ সংঘ ক্লাবের খেলোয়াড় দের সাহায্যে এগিয়ে এলেন লায়ন্স ক্লাব অফ কোলকাতা। লায়ন্স ক্লাব অফ ক্যালকাট্টা। ঐদিন ঠান্ডা বিশুদ্ধ জলের মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলেই সাধুবাদ জানালেন অর্জুন সিং ও চেয়ারম্যান ইন কাউন্সিল হিমাংশু সরকারের এই উদ্যোগকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় এর ও তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যের অনুপ্রেণায়য় ক্রীড়া ক্ষেত্রে উন্নতির জন্ন্যে ভবিষত্যেও একই ভাবে কাজ করে যাবেন বলে জানান জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকার।ক্লাবের তরফে হিমাংশু সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানালেন সুভাশিষ সেনগুপ্ত ,অপূর্ব পোদ্দার ,পার্থ দত্ত।