সাধন মন্ডল,
কলকাতা হাইকোর্টের এডভোকেট অনন্য রায় ঝটিকা সফরে করে গেলেন টেরাকোটা গ্রাম পাঁচমুড়া। এখানে তিনি টেরাকোটা শিল্পের সাথে যুক্ত থাকা শিল্পীদের সাথেদেখা করেন ও শিল্পকর্ম দেখেন ।অত্যন্ত খুশী হয়ে তাদের বর্তমান অবস্থার কথা মন দিয়ে শোনেন এবং জানতে চান বর্তমান তাদের সুবিধা অসুবিধার কথা টেরাকোটা শিল্পকে বাঁচিয়ে রাখতে ও এই শিল্পের প্রচার ও প্রসারে শিল্পীদের পাশে আছেন বলেও আশ্বাস দেন তিনি। পাঁচমুড়া গ্রামের বিশিষ্ট টেরাকোটা শিল্পী তথা শিক্ষক বিশ্বনাথ কুম্ভকার বলেন দীর্ঘ লকডাউনে শিল্পটি একেবারেই ধুঁকছে অবিলম্বে সরকারের সহযোগিতা প্রয়োজন।