টালা ব্রিজে রেলের অনুমোদন,
মোল্লা শফিকুল ইসলাম দুলাল,
অবশেষে টালা ব্রিজে রেলের অনুমোদন মিললো।তবে কমিশন অফ রেলওয়ে সেফটির চুড়ান্ত ছাড়পত্র পেতে হবে রাজ্য কে।বর্তমানে টালা ব্রিজের বিভিন্ন অংশ রাজ্য মেরামত চালাচ্ছে।এটি ব্যস্ততম ব্রিজ হিসাবে পরিচিত। রেলের চুড়ান্ত ছাড়পত্র মিললেই আরও দ্রুত টালা ব্রিজ নির্মানের কাজ চলবে। চূড়ান্ত ছাড়পত্র পেলে রাজ্যের বিভিন্ন প্রান্তে টালা ব্রিজের যে যে অংশ নির্মাণ চলছে তা নির্দিষ্ট স্থানে এনে বসানো হবে। সংশ্লিষ্ট আধিকারিকরা মনে করছেন, টালা ব্রিজের নকশায় রেলের অনুমোদন পাওয়ার পর সিআরএসের ছাড়পত্র পেতেও আর বিশেষ সময় লাগার কথা নয়। প্রায় আড়াই বছর ধরে বন্ধ টালা ব্রিজ। উত্তর কলকাতার যান চলাচলের মধ্যমণি বলা চলে এই ব্রিজকে। তা বন্ধ থাকায় বিটি রোড শ্যামবাজার এলাকায় যানজট আগের চেয়ে অনেক বেড়েছে। টালা ব্রিজের বিকল্প হিসেবে লকগেট ব্রিজ আর বেলগাছিয়া ব্রিজ দিয়ে গাড়ি চলাচলা করছে, যাতে বিটি রোড থেকে শ্যামবাজার পর্যন্ত আসতে আগের চেয়ে সময় লাগছে অনেক বেশি। কবে টালা ব্রিজের সংস্কারের কাজ শেষ হবে, তা এখনও বলতে পারছেন না কেউ। একে গোটা কাজ সময়সাপেক্ষ, তায় কোভিডবিধির বাধ্যবাধকতা রয়েছে। কাজ এখন চলছে বটে, তবে তা অনেক ধীর গতিতে। রেলের অনুমোদনের পর কাজে গতি আসবে বলে আশাবাদী আধিকারিকরা। এখন দেখার রেল কখন চুড়ান্ত ছাড়পত্র দেয়?