টাকা
রাসমণি ব্যনার্জী
দিকে দিকে টাকার খেলা কালো টাকা সাদা টাকা
জন্মে টাকা মরলে টাকা টাকা ছাড়া সবটা ফাঁকা।
টাকা দিয়ে খিদে মেটে টাকা দিলে দেহ চলে
বোবা ঠাকুর টাকা দিলে চুপিচুপি কথা বলে।
টাকা এমন জিনিস রে ভাই
উঁচু নীচু নেই ভেদাভেদ
টাকার হুপে মানুষ রাজা
টাকার হুপে বাড়ে যে মেদ।
টাকা ছাড়া আমি অচল তুমি অচল, অচল রামু
টাকা ছাড়া জীবন বৃথা সে দিন মলো ওদের দামু।
টাকা মাটি মাটি টাকা বলে গেছেন ঠাকুর
ওগো ঠাকুর জানো তুমি আমরা এখন কুকুর।
টাকা নিয়ে মানুষ হত্যা টাকা দিয়ে দেহ চুরি
থাকলে টাকা হাতে বাপু জোয়ান হবে বুড়ো বুড়ি।।