সঞ্জয় হালদার,
ঝালদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভা আয়োজিত হয় ঝালদা তে। শহর মহিলা কিভাবে ময়দানে নামবে তার রূপরেখা তৈরি করতে সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল সভানেত্রী নমিতা সিং মুড়া ,বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো সহ শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দ। মূলত পুরভোটোর কথা মাথায় রেখে মহিলা কর্মীদের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বাড়ির অন্দরে পাঠানোর প্রস্তাব দেওয়া হয় এই সভা থেকে। ওয়ার্ড পিছু মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে একটি টিম করা হবে। কেননা অর্ধেক ভোটার মহিলা। সরকার মহিলাদের জন্য প্রচুর প্রকল্প তৈরি করেছেন এবং সকলেই তার সুফল পাচ্ছেন। তাঁরা প্রতিটি বাড়ির অন্দরমহলে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। শুধু উন্নয়নের খতিয়ান নয়, বাড়ির অভাব-অভিযোগ থাকলেও তার নাড়ি নক্ষত্র জেনে আসাবে। বাড়ির অন্দরে পুরুষ কর্মীরা ততটা যেতে পারেন না। কিন্তু একজন মহিলা কর্মী সহজেই বাড়ির হেঁশেলে ঢুকতে পারেন। তাই বাড়ির অন্দরে ঢুকে মনের খবর পাওয়া সহজ। সে কাজটাই করতে হবে মহিলা কর্মীদের। তাছাড়া মহিলা সেলকেও আরো সক্রিয় হয়ে এগিয়ে আসতে হবে।