সেখ সামসুদ্দিন, ১ জুনঃ প্রোগ্রাম শেষ হতে দেরি তো পরিষেবা দিতে দেরি নেই। সবে গত কাল শেষ হয়েছে দুয়ারে সরকারের কাজ। আজ থেকেই পূর্ব বর্ধমানের জামালপুরে সরকারের যে সমস্ত আবেদন করেছিল তার পরিষেবা দেওয়া শুরু হয়ে গেল। ব্লক এর বিভিন্ন জায়গা থেকেই এই পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে। সেলিমাবাদ হাই স্কুল থেকে আজ বেশ কয়েকজন তপশিলি জাতি ও উপজাতির মানুষের হাতে জাতিগত শংসাপত্র তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, বি সি ডাব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জী, পঞ্চায়েতের উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। এই পরিষেবা হাতে পেয়ে খুশি উপভোক্তারা।