Spread the love

জমিয়তের রাজ্য নির্বাচন সম্পন্ন হল মেমারিতে

সেখ সামসুদ্দিন,

  ;  পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ২০২১-২২ বর্ষের রাজ্য নির্বাচন বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে বুধবার  সম্পন্ন হয় পূর্ব বর্ধমানের মেমারিতে। জমিয়তের সংবিধান অনুযায়ী প্রতি দু’বছর অন্তর এই নির্বাচন হয় । পশ্চিমবঙ্গ সহ সারাদেশে একযোগে এই নির্বাচন চলছে । এদিন রাজ্যের প্রতিটি জেলার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরা ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন । দিল্লি থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মাওলানা সৈয়দ আসজাদ মাদানী। উল্লেখ্য, ভারত বিখ্যাত ইসলামী পন্ডিত মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর নেতৃত্বাধীন জমিয়তের রাজ্য নির্বাচন ছিল এটি । শতাব্দী প্রাচীন এই অরাজনৈতিক সেবামূলক সংগঠনটি খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী মাওলানা সৈয়দ হুসাইন আহমাদ মাদানীর উত্তরসূরি হিসেবে তাঁর সুযোগ্য পুত্র মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর নেতৃত্বে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে সদর্থক ভূমিকা পালন করে চলেছে । এদিনের নির্বাচনী সভায় রাজ্য জমিয়তের সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতী দবীর হুসাইন । নির্বাচিত চারজন রাজ্য সহ সভাপতিরা হলেন ১) হাফেয ইয়াকুব ২) মাষ্টার কাওসার ৩) মুফতী নাজমুল হক ৪) মাওলানা হাজিবুদ্দীন । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্বারী শামসুদ্দীন আহমাদ । কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক মাওলানা সৈয়দ আসজাদ মাদানী তাঁর বক্তব্যে জমিয়তের কর্মযজ্ঞ উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সভায় আগত সদস্যদের অবহিত করেন এবং এ রাজ্যে প্রাথমিক সদস্য সংখ্যা প্রায় চোদ্দ লাখে পৌছানোর জন্য খুশি প্রকাশ করেন । সর্বোপরি তিনি প্রতিটি জমিয়তকর্মীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার সেবায় আত্মনিয়োগ করার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন । রাজ্য জমিয়তের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দীন আহমাদ বিভিন্ন জেলা হতে আগত প্রতিনিধিদের সভায় উপস্থিতি দানের জন্য সংগঠনের পক্ষ হতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । মুফতী দবীর হুসাইন সাহেবের দুয়ার মাধ্যমে এদিনের সভার সমাপ্তি ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *