Spread the love

জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হল রাইপুর ইসকন মন্দিরে

। শুভদীপ ঋজু মন্ডল রাইপুর ,বাঁকুড়া:—- পূর্ণিমা তিথিতে জগতের কল্যাণে পুরীধামে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব । আজ মূল মন্দির থেকে নাট মন্দিরে নিয়ে এসে জগন্নাথ দেব বল ভদ্র ও সুভদ্রা মহারানী কে স্নান করানো হয় সমস্ত ভক্তরাই স্নান করাতে পারেন। একমাত্র জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্র মহারানী কে স্নান করাতে পারেন সাধারণ ভক্তরা অন্য কোন দেবতাকে সাধারণ ভক্তরা এভাবে স্নান করাতে পারেন না তাই জগন্নাথ দেবের এই আবির্ভাব দিবস টিকে স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা বলা হয়। এই দিন জগন্নাথ দেব সহ বলভদ্র ও সুভদ্রা মহারানী কে ঘৃত, মধু, দুগ্ধ ,দধি, গঙ্গাজল, ডাবের জল সহ নানা রকম উপকরণ দিয়ে স্নান করানো হয়। ভক্তরা এই দিন ভক্তি সহকারে উপবাসে থেকে জগন্নাথ দেবকে স্নান করান। আজকের দিনেই ভগবান জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা মহারানী জনসাধারণের কাছ থেকে স্নান করেন একমাত্র স্নান পূর্ণিমার দিন এই নিয়ম রীতি চলে আসছে। আজ থেকে আগামী পক্ষ-কাল ব্যাপী জগন্নাথ দেব নিভৃতবাসে থাকবেন। তিনি ভক্তদের দর্শন দেবেন না।এবং ১৫ দিন পর জগন্নাথ দেব রথে চড়ে ভক্তবৃন্দের উদ্দেশ্যে আবার দর্শন দিবেন। ইসকন পরিচালিত রাইপুর মদন গোপাল জিউ কৃষ্ণ মন্দিরে এই উপলক্ষে আজ সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় ভোরে জগন্নাথ দেবের অভিষেক করানো হয় দুপুরে তিন বিগ্রহকে মন্দিরের গর্ভ গৃহ থেকে নাট মন্দিরে নিয়ে এসে স্নান করান মন্দিরের ভক্ত রা। স্নান শেষে ভক্তি সহকারে মন্দিরে বিগ্রহ নিয়ে গিয়ে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে ৫৬ ভোগ নিবেদন করা হয় যা দেখতে এক হাজারেরও বেশি ভক্ত মন্দিরে ভিড় জমিয়েছেন। স্নান যাত্রা সম্পর্কে ব্যাখ্যা করেছেন মন্দিরের বর্তমান অধ্যক্ষ রসময় আনন্দ কৃষ্ণ দাস। আজ ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা আবির্ভাব দিবস এই দিন তিনি জগতের কল্যাণের জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন তাই তার নাম জগন্নাথ। তিনি বলেন জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পুরীধাম মাহেশ সহ সারাদেশে এবং সমস্ত ইসকন মন্দিরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। রাইপুর মন্দিরে আজ এক হাজারেরও বেশি ভক্ত দুপুরের প্রসাদ গ্রহণ করবেন আজ থেকে আগামী ১৫ দিন জগন্নাথ দেব অন্তরালে থাকবেন গজরাজ বেশে। রথযাত্রার দিন জগতের কল্যাণে আবার বের হবেন। রাইপুরে ধুমধাম এর সঙ্গে রথযাত্রা উৎসব উদযাপিত হবে সেখানে ৭ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। বিগত দিনের জনসংখ্যাকে ছাপিয়ে এবারে লক্ষাধিক ভক্তের জনসমাগম ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন । তিনি আরো বলেন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আমরা এই মন্দির পরিচালনা করছি। আজ মন্দিরে এক হাজারেরও বেশি ভক্ত দুপুরের প্রসাদ গ্রহণ করেছেন এখানে উল্লেখ্য আজ মন্দিরে ভগবান জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে ৫৬ ভোগ নিবেদন করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *