ছাতনি সুকান্ত সংঘের পরিচালনায় দিদি নং ওয়ানের অডিশন,

সেখ রাজু , ভাতার

রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের ছাতনি সুকান্ত সংঘের পরিচালনায় জি বাংলা দিদি নং ওয়ান এর সিজন ৯ এর অডিশন পর্ব অনুষ্ঠিত হয় ছাতনি সুকান্ত সংঘ ক্লাব প্রাঙ্গনে । এদিন প্রায় ৬০০ জন কচিকাঁচা থেকে মহিলারা অডিশন পর্বে অংশগ্রহণ করেন । গত দুবছর করোনা পরিস্থিতি থাকায় জনসেবায় নিযুক্ত হলেও সাংস্কৃতিক চেতনা ব্যাহত ছিল । এবারে করোনা অসুরকে বধ করে নতুনভাবে বহিঃপ্রকাশ ঘটে ছাতনি সুকান্ত সংঘের । গ্রাম বাংলার জনজীবনে সাধারণ মানুষের পক্ষে শহরে গিয়ে কোন টিভি শোতে অংশগ্রহণ করা কাল্পনিক । সেই অভাবনীয় কল্পনাকে বাস্তব করল ছাতনি সুকান্ত সংঘ । জি বাংলা খ্যাত দিদি নং ওয়ান এর সিজিন ৯ এর অডিশনের মাধ্যমে গ্রামের কচিকাঁচা থেকে মহিলারা শহরের প্রতিযোগিতায়, তারা যাতে অংশগ্রহণ করে, তারই সুযোগ করে দিল । প্রথম পর্বে নাম এন্ট্রি ও ফর্ম ফিলাপ করার পর অডিশন পর্ব শুরু হয় । বিভিন্ন প্রশ্নের পাশাপাশি দিদি নং ওয়ান এর বিভিন্ন প্রতিযোগিতা উপস্থাপন হয় ।ছাতনি সুকান্ত সংঘের সভাপতি সন্তোষ ঘোষাল, সম্পাদক সঞ্জিত ঘোষ প্রমুখরা জানান আগত দিদি নং ওয়ান এর টিমের সকল প্রতিনিধিদের ছাতনি সুকান্ত সংঘ ক্লাবের তরফ থেকে কুর্নিশ জানাই । প্রত্যন্ত গ্রামের মানুষদের এরকম অডিশনে সুযোগ দেওয়ার জন্য আমরা আপ্লুত । আগামী দিন ছাতনি সুকান্ত সংঘ জনসেবার পাশাপাশি সাংস্কৃতিক চেতনায় সকলকে আবদ্ধ করবে ।

Leave a Reply