ছবির স্বপ্নপুরি বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র প্রদান স্বেচ্ছাসেবী সংস্থার
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সম্প্রতি মিগজাউম এর প্রভাবে শীতের আমেজ অনুভব হচ্ছে।এদিকে শীতের প্রকোপে অসহায় দুঃস্থ ব্যাক্তিদের অস্থিরতা বাড়িয়ে তুলেছে। সেই মুহুর্তে অসহায় মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে হাজির আশিকানে তাজুশ শারিয়া নামক রাজনগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।সংগঠনের প্রথম পদক্ষেপ তথা শীতবস্ত্র বিতরণের জন্য জায়গা ও ব্যক্তি হিসেবে চিহ্নিত করণ করা হয় সিউড়ি সংলগ্ন কড়িধ্যার শালবনীতে অবস্থিত ছবিলার স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের জন্য। উল্লেখ্য জেলা পুলিশের ক্রাইম বিভাগে কর্মরত লেডি কলেস্টেরল ছবিলা খাতুন নিজের শখের চার চাকা গাড়ি বিক্রি করে এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে জেলার বুকে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন মহলে ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমের নাম বহুল প্রচলিত। যার প্রেক্ষিতে প্রায় প্রতিদিন বিভিন্ন সংগঠন সহ ব্যক্তি বিশেষ সাহায্য সহযোগিতার জন্য ছুটে আসেন। সেরূপ শীতের প্রাক্কালে শীতবস্ত্র নিয়ে সেখানে সদলবলে হাজির হন আশিকানে তাজুশ শারিয়া কমিটির উদ্যোগী যুবকবৃন্দ। শীতবস্ত্রের পাশাপাশি প্রয়োজনীয় কিছু তেল, সাবান প্রভৃতি তুলে দেওয়া হয়৷
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা তথা কর্ণধার লেডি কলেস্টেরল ছবিলা খাতুন, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সেখ কাওসার, সেখ নাসিরুদ্দিন, সফরজামা খান প্রমুখ সদস্যবৃন্দ।