দীপঙ্কর সমাদ্দার: মহাসমারোহে একেবারে অন্য আঙ্গিকে বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে ১৭ ই মার্চ রবিবার ২০২৪, সারাদিনব্যাপী ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকন প্রতিযোগিতা এবং ৫০ জনেরও বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পীদের নিয়ে বিরাট চিত্রকর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রজতজয়ন্তী বর্ষ উদযাপন করলো বিড়া তে অবস্থিত একমাত্র জনপ্রিয় ছবি আঁকা শেখানোর প্রতিষ্ঠান চিত্রকলা কেন্দ্র। রোদ ও গরমের প্রখরতাকে উপেক্ষা করে চার থেকে ৭০ বছরের চিত্র প্রেমিকদের উপস্থিতি চোখে পড়ার মতো এই অনুষ্ঠান ঘিরে।। অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক শিল্পীদের পুষ্প স্তবক ও উত্তরীয় দিয়ে চিত্রকলা কেন্দ্রের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং আন্তর্জাতিক চিত্রশিল্পী কৌশিক মজুমদার জানালেন তাদের এই রজত জয়ন্তী বর্ষে অভূতপূর্ব সারা পেয়েছেন বিশিষ্ট মানুষদের কাছ থেকে, এলাকার মানুষদের কাছ থেকে, সর্বোপরি ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কাছ থেকে। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন আন্তর্জাতিক চিত্রশিল্পী ও চিত্র পরিচালক ইন্দ্রজিৎ নারায়ন ও সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সহ-সম্পাদক ড.শান্তনু সেনগুপ্ত। বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেছিলেন বারাসাত থানার এস.পি প্রতিকসা ঝারকারাইয়া, অশোকনগর থানার আইসি বলাই ঘোষ। চিত্রকলা কেন্দ্রের পক্ষে ৫০ জন চিত্রশিল্পীকে ছবি আঁকার সমগ্র সামগ্রী প্রদান করে এবং তাদের সম্মানিত করে শুরু হয় চিত্রকর্মশালা।। বিশিষ্ট আন্তর্জাতিক চিত্রশিল্পীরা বিভিন্ন বিষয়ের উপরে অসাধারণ চিত্রকর্ম অংকন করেছিলেন যা দেখে উপস্থিত দর্শকেরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করলেন।। স্কুলের কর্ণধার কৌশিক মজুমদার ও তার সহজতাদের আন্তরিকতা ব্যবহার আয়োজন দেখে মুগ্ধ হয়েছে উপস্থিত চিত্রশিল্পীরা।স্কুলের অভিভাবকরা জানালেন কৌশিক বাবুর এই ধরনের আয়োজন এর জন্য তাদের ছেলেমেয়েরাও এত বড় চিত্রশিল্পীদের আঁকা নিজের চোখের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলো। অভিভাবকেরা জানালেন দীর্ঘ ২৫ বছর ধরে কৌশিক বাবু যেভাবে এলাকায় চিত্রশিক্ষা র জন্য একটা জায়গা তৈরি করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। বর্তমানে যেখানে দেখা যাচ্ছে বড় বড় সংস্থারাও শিল্পীদের আর্থিক সহযোগিতা ছাড়া চিত্রকর্মশালা অনুষ্ঠিত করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে চিত্রশিল্পীদের কাছ থেকে শুধুমাত্র ভালোবাসার বিনিময় চিত্র কর্মশালায় শিল্পীদের ছবি আঁকার সরঞ্জাম এবং সম্মান জানালেন কৌশিক বাবু এটা মনে রাখার মত। অনুষ্ঠানের বেলার দিকে চিত্রশিল্পীরা দীপঙ্কর বিশ্বাস, বিনয় দলুই, শিবপ্রসাদ দত্ত শর্মা, সৌহার্দ্য ঘোষ, সুব্রত চক্রবর্তী, তাপস দেবনাথ,অর্পিতা দাস, রিয়া কাঞ্জিলাল , বেনীমাধব সরকার , দীপঙ্কর সমাদ্দার, উজ্জ্বল মুখার্জি প্রমূখ অতিথির আসন অলংকৃত করে ছাত্রছাত্রীদের মানপত্র ও মেডেল পুরস্কৃত করেন। চিত্রকলা কেন্দ্রের পক্ষ থেকে চিত্রকর্মশালা উপস্থিত সম্মানীয় শিল্পীদের হাতে স্মারক ও সম্মানপত্র তুলে তুলে দেওয়া হয়।।এরপর শুরু হয় একের পর এক অসাধারণ শিশু শিল্পীদের নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান, সঞ্চালিকা পূজা দাস বোস এর দরাজ ও সুরেলা কন্ঠে অসাধারণ পরিচালনার মুন্সি আনায় সমগ্র অনুষ্ঠানটি ভীষণ ভালোভাবে পরিবেশিত হল।। মুগ্ধ হল উপস্থিত দর্শকবৃন্দ।। এক কথায় কৌশিক মজুমদারের পরিকল্পনায় চিত্রকলা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠান সার্থকতা লাভ করল কৌশিক বাবু মিডিয়া পার্টনার ও পুরস্কার পাটনা দের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।