গাছ কাটার মামলায় বৃক্ষরোপণের ছবি চাইলো আদালত,
মোল্লা জসিমউদ্দিন টিপু ,
রাজারহাটে অবস্থিত জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চল শাখায় এক গাছ কাটা মামলায় বৃক্ষরোপনের ছবি দিতে বলল আদালত।নদীয়ার চাকদহ – বনগাঁ রাস্তার দুধারে বৃক্ষরোপন করে তার ছবি পেশ করার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। গত সোমবার রাজ্য সরকারের সড়ক উন্নয়ন পর্ষদকে (ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন) এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে প্রকাশ , বনগাঁ-চাকদহ রাজ্য সড়ক-১- এর দু’পাশে কয়েক হাজার গাছ কাটা নিয়ে মামলা করেন এক পরিবেশ কর্মী। গত সোমবার এই মামলার শুনানিতে হাজার দুয়েক গাছ কাটার কথা স্বীকার করে নেওয়া হয় রাজ্য সরকারের তরফে। তবে তাদের বৃক্ষরোপনের কোনও পরিকল্পনা নেই বলে উল্লেখ করেন মামলাকারীর আইনজীবী বৈদুর্য্য ঘোষাল, মুকুল বিশ্বাস। তাঁরা বলেন, -” হাজার হাজার গাছ কাটা হয়েছে। তবে একটি গাছও লাগানো হয়নি”। এই মন্তব্য এর বিরোধিতা করে সরকারি আইনজীবী জানান, -” গাছ লাগানো শুরু হয়েছে। দ্রুত সেই কাজ শেষ করা হবে।এরপরই পরিবেশ আদালত সরকারি আইনজীবীকে নির্দেশ দেয়, – ‘গাছ লাগানো হচ্ছে তার ছবি আদালতে জমা দিতে হবে। কোন মৌজায় কত গাছ লাগানো হল তা আগামী শুনানিতে হলফনামা দিয়ে জানাতে হবে’। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।