সেখ সামসুদ্দিন, ১৪ নভেম্বরঃ গতকাল মেমারি নদিপুর থেকে গ্রেফতার করা হয় এক মহিলাকে।নাম কল্পনা হালদার, বয়স ২৯, বাড়ি বলাগড় থানার অন্তর্গত দাদপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে নুদিপুর মোড়ে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। ব্যবসার উদ্দেশ্যে মহিলা মেমারি আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ শনিবার মহিলাকে গ্রেপ্তার করে। রবিবার বর্ধমান আদালতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পাঠানো হয়। সুনীল নামের এক ব্যক্তি উড়িষ্যা থেকে এই ব্যবসার চালাচ্ছে এবং কল্পনা হালদার নামের ওই মহিলা এই মেমারি এলাকায় গাঁজার ব্যবসা এজেন্ট হয়ে ব্যবসা করছিল। তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কল্পনা হালদারকে গ্রেফতার করে। ১৫ কেজি গাঁজার উদ্ধার হয়েছে বলে জানা যায়।

Leave a Reply