সাধন মন্ডল,
ছেলের হাতে খুন হলেন বাবা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে খাতড়া থানার বাঁশনালা গ্রামে । পুলিশ সূত্রে জানাগেছে অভিযুক্ত ছেলের নাম পরিতোষ কিস্কু ওরফে ঠাকুরদাস (৪৭) । মৃত ব্যক্তির নাম সনাতন কিস্কু (৬৫)। মঙ্গলবার সকালে খবর পেয়ে খাতড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজহাসপাতলে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়
এ ব্যাপারেখাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি বলেন, “মৃতের জামাই লিখিত অভিযোগ করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’কেন এমন ঘটনা ঘটলো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন ঠাকুরদাস । প্রায়সই হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেন । বাপ ছেলের মধ্যে তাদের হামেশাই ছোটখাটো ঝামেলা হতো । সোমবার রাতেও বাপ ছেলের মধ্যে ঝগড়া হয় । তারপরই হাঁসুয়া দিয়ে বাবার গলায় একাধিকবার কোপ মারে। সেই সময় মৃতের স্ত্রী পার্বতী কিস্কু বাধা দিতে গেলে তাঁরও বাঁ হাতে হাঁসুয়ার কোপমারে ছেলে।
।মৃতের স্ত্রী পার্বতীদেবী বলেন, ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। কবিরাজ দেখিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করা হলেও হামেশাই মাথা খারাপ হয়ে যেত। গতকাল (সোমবার) রাত সাড়ে আটটা নাগাদ তার বাবার সাথে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেই সময় উত্তেজিত হয়ে হাঁসুয়া বের করে ওর বাবাকে কোপ মারার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে ঠেলে সরিয়ে বাড়ির উঠোনে ওর বাবার গলায় পরপপর তিন চার বার কোপ মেরে খুন করে। তারপরও সে অস্ত্র হাতে নিয়ে বাবার মৃতদেহ আগলে বাড়িতে বসে থাকে। ভয়ে আমরা সবাই পালিয়ে আতঙ্কে অন্যের বাড়িতে রাত কাটাই। সকালে স্থানীয় মানুষ পুলিশে জানালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করে