Spread the love

ক্রেতা সুরক্ষা বিষয়ক সেমিনার

সেখ সামসুদ্দিন, ২৪ নভেম্বরঃ পূর্ব বর্ধমানের জামালপুর লায়ন্স ক্লাব ও বীরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন যৌথভাবে লায়ন্স ক্লাবের সেমিনার হলে কনজিউমার প্রটেকশন অ্যান্ড ফুড সেফটি বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। ক্রেতা সাধারণকে সচেতন করা হয়। এই সেমিনারে অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফুড সেফটি অফিসার ডাঃ প্রসেনজিৎ বটব্যাল, রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারপতি ও রাজ্য হাই কোর্টের অ্যাডভোকেট মৃদুলা রায়, জেলা কনজিউমার অফিসার অরূপ নন্দী, বীরহাটা কনজিউমার অ্যওয়ারনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক কাজী মোহাম্মদ রফিক সহ অন্যান্যরা। ডাক্তারবাবু উপস্থিত মানুষদের খাদ্যভ্যাস সঠিক করার কথা বলেন যাতে করে ওষুধ খাবার প্রয়োজনই না হয়। আলোচনার বিষয় বস্তুর উপর একটি তরজা উপস্থাপন করেন মোহাম্মদ আরিফ ও নুরীয়াল হক। মৃদুলা রায় উপস্থিত সকলকে ক্রেতা সুরক্ষা বিষয়ে আইনি দিকগুলি তুলে ধরেন ও সকলের প্রশ্নের আইনি ব্যাখ্যা দেন। প্রত্যেকেই যারা ক্রেতা জিনিস কিনবেন রশিদ অবশ্যই যেন তাঁরা নেন তাতে আইনি সুবিধা পেতে সুবিধা হবে। এছাড়াও অভিযোগ করবেন না মামলা যাঁরা করবেন তাঁরা যেনো ভালো উকিলের কাছ থেকে সঠিক বয়ানে সব দিক খেয়াল রেখে কেস ফাইল করেন। প্রত্যেক ক্রেতাকে সচেতন করার জন্য বিশেষ করে মেডিক্যাল নেগলিজেন্স নিয়ে সচেতন করেন। মানুষ সচেতন হলে তাঁরা ঠকবেন সহজে ঠকবেন না। কোনো অসুবিধা হলে সকলকেই ক্রেতা সুরক্ষায় যোগযোগ করতে বলেন। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অরূপ রায় ক্লাব বর্তমানে কি কি পরিষেবা দিচ্ছে সেটা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। আজকের এই সেমিনারের সমাজের সকল স্তরের মানুষ ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *