ক্যালকাটা গার্লস একাডেমি প্রাথমিক বিভাগ এর “শিশু মিত্র পুরস্কারের ” জন্য মনোনীত হওয়া ও বিদ্যালয়ের ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন।
গত ১৬ ই মার্চ ২০২৪ কলকাতার সপ্তদশ চক্রের ক্যালকাটা গার্লস একাডেমি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের “শিশু মিত্র পুরস্কার “এর জন্য মনোনীত হওয়া ও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। গত ১৫ই মার্চ ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি চম্পা মন্ডল। উদ্বোধনী সঙ্গীত হিসাবে রাজ্য সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধান শিক্ষিকা, সহকারি শিক্ষিকাদের ও ছাত্র -ছাত্রীদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। প্রসংগত উল্লেখযোগ্য বিষয় হল গত ১৪ই মার্চ “শিশু মিত্র পুরস্কার” এ মনোনীত হওয়ার জন্য সমগ্র শিক্ষা মিশন, কলকাতার পক্ষ থেকে বিদ্যালয়কে সম্বর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের সভাপতি শ্রী কার্তিক মান্না মহাশয় সহ অন্যান্য আধিকারিকরা ও বিভিন্ন চক্রের পরিদর্শকরা। বিদ্যালয়কে শিশু বান্ধব রূপে গড়ে তুলতে এই বিদ্যালয়ের শিক্ষিকাদের ভূমিকা উল্লেখযোগ্য।