Spread the love

ক্যালকাটা  গার্লস অ্যাকাডেমি প্রাথমিক বিভাগ এর  ভাষা উৎসব ও টি.এল.এম প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, 

  চলতি সপ্তাহে  কলকাতার সপ্তদশ চক্রের

ক্যালকাটা গার্লস একাডেমির  ভাষা উৎসব ও টি.এল. এম প্রদর্শনীর শুভ সূচনা হয়। প্রধান শিক্ষিকা শ্রীমতি  চম্পা মন্ডল, সহকারি শিক্ষিকাদের ও ছাত্র-ছাত্রীদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সুন্দর হয়ে ওঠে।উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের  অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক বিষ্ণুপদ সরকার, সপ্তদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সমীর মজুমদার, শ্রী সুন্দর বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত এ.আই ,  শ্রী রমেশ চন্দ্র  ভূঁইয়া এ.আই অফ স্কুল কলকাতা প্রাথমিক সংসদ,  বিদ্যালয় উন্নয়ন কমিটির সভাপতি শ্রী জ্যোতির্ময় মুখার্জি, আলিপুর ও সপ্তদশ চক্রের অন্যান্য বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ। ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশ  ও খেলার ছলে আনন্দদায়ক পাঠদানের উপযোগী  টি.এল.এম গুলি সত্যই প্রশংসনীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে” মিলে সুর মেরা তুমহারা “গানের সাথে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রীদের নৃত্য  পরিবেশন  অনবদ্য। শ্রী সুন্দর বন্দোপাধ্যায় এর মূকাভিনয় উপস্থিত সকলকে  মুগ্ধ করে। তামিল মহাকবি সুব্রামানিয়াম ভারতির জন্মদিন উপলক্ষে

  কেন্দ্রিয়   সরকারের শিক্ষা দপ্তর ভাষা উৎসব পালন করছে। তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের বিদ্যালয় গুলিতে ভাষা উৎসব  পালন করা হচ্ছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *