পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় “৪র্থ পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২” গত ১১ ই সেপ্টেম্বর, ২০২২ তারিখে বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। বর্ধমান দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও সম্মানীয় অতিথিবৃন্দদের মধ্যে বর্ধমান মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারেরা, অজিত খাঁ, প্রদীপ রহমান, শাহাবুদ্দিন খান এবং ডা: ইন্তেখাব আলম উপস্থিত ছিলেন। এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল & বাস্কেটবল এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বনবিহারী যশ, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস & স্পোর্টসের জেনারেল সেক্রেটারি প্রবীর কুমার ঘোষ, বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের ফুটবল সেক্রেটারি বিবেকানন্দ সেন, দিল্লী পাবলিক স্কুল বর্ধমানের প্রিনসিপাল অভিজিত ভট্টাচার্য এবং সেক্রেটারি জেনারেল রাজেশ ভগত প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি রেনসি দেবাশীষ কুমার মণ্ডল জানান, “বর্ধমান, কালনা, কাটোয়া, মেমারি, গলসি, মঙ্গলকোট, দিল্লী পাবলিক স্কুল ও টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে প্রায় ১২২ জন প্রতিযোগী কাতা, কুমিতে, টিম কাতা এবং কোবুডো মিলিয়ে মোট ২২ টি বিভাগে এই জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমী এবং রানার্স হয়েছে দিল্লী পাবলিক স্কুল।”