কোভিড প্রতিরোধে পরিকাঠামো ছাড়াই স্কুল? বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা
মোল্লা জসিমউদ্দিন টিপু ,
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারণ ভাইরাস করোনা আবহে দীর্ঘ প্রায় কুড়ি মাস পর ব্ স্কুলে যেতে চলেছে পড়ুয়ারা। তবে রাজ্যে কোভিড সংক্রমণ এখনও কমেনি,তাই রাজ্য সরকারের এই স্কুল খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনও সু নিদিষ্ট পরিকল্পনা ছাড়াই কেন স্কুলে যেতে বলা হচ্ছে? এই আবেদনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে । রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কোভিডবিধি মেনে প্রতিদিন ক্লাস হবে স্কুলগুলিতে। নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়ারা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত এবং দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ক্লাস করবে। সমস্ত ক্লাস করতে হবে স্কুলে গিয়েই। কলকাতা হাইকোর্টে দাখিল পিটিশনে মামলাকারী জানিয়েছেন , -‘ আমাদের দেশে এখনও ছোটদের টিকাকরণ হয়নি। উত্সবের মরশুমে কোভিড সংক্রমণও বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে যদি স্কুল পড়ুয়ারা প্রতিদিন ক্লাস করতে যায়, তবে তাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়বে।’ মামলাকারী জানিয়েছেন , -স্কুল খোলার আগে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা দরকার। পরিস্থিতি বিবেচনা করে সেই কমিটির সদস্যরাই দেখবেন কীভাবে স্কুল খোলার ব্যবস্থা করা যায়, ক্লাসের সময় আরও কমিয়ে দেওয়া যায় কিনা, সবদিক বজায় রেখে কীভাবে স্কুল চালু করা যায়, এইসব খতিয়ে দেখবেন সেই বিশেষজ্ঞ কমিটির সদস্যরাই। এরপর তাঁদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ করবে রাজ্য সরকার, এইরকম দাবি মামলাকারীর।এখন দেখার আগামী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের শুনানিতে কি নির্দেশ দেয় আদালত?