কেন্দ্রীয় সরকার সবুজ বন্ড ছাড়বে বাজারে:
(পার্থপ্রতিম সেন প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক)
কেন্দ্রীয় অর্থমন্ত্রক গত বুধবার (৯ নভেম্বর) ” গ্ৰীণ বন্ড
ফ্রেমওয়ার্ক” রিলিজ করেছে।
এই ফ্রেমওয়ার্কের আওতায় কেন্দ্রীয় সরকার বাজারে গ্ৰীণ বা সবুজ বন্ড ছেড়ে এই বছর ও ভবিষ্যতে মোট ১৬,০০০ কোটি টাকার অর্থ তুলবেন।
আর সেই অর্থ খরচ করা হবে বা সেই অর্থে ন’টি ক্ষেত্রে গ্ৰীণ প্রজেক্ট ফিনান্স করা হবে।
ন’টি ক্ষেত্র হল:
১) অচিরাচরিত শক্তি বা রিনিউবেল এনার্জি
২) শক্তি উৎপাদন/প্রয়োগে দক্ষতা বা এনার্জি এফিসিয়েন্সি
৩) পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত ট্রান্সপোর্ট ব্যবস্থা
৪) পরিবেশ ও আবহাওয়া পরিবর্তনের সাথে অভিযোজন বা খাপ খাওয়ানো
৫) জল ও বর্জ্য পদার্থের সঠিক ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা
৬) দূষণ থেকে রক্ষা করা এবং দূষণ নিয়ন্ত্রণ
৭) সবুজ বাসগৃহ, এপার্টমেন্ট ও ইমারত তৈরি করা
৮) প্রাকৃতিক প্রাণী ও উদ্ভিদ কুলের সঠিক রক্ষণাবেক্ষণ এবং জমির সঠিক সদব্যবহার
৯) স্থল ও জলের জীববৈচিত্র্য রক্ষা করা
এই লক্ষ্যে একটি “গ্ৰীণ ফিনান্স ওয়ার্কিং কমিটি” গঠন করা হবে এবং এই কমিটি কোন কোন সবুজ প্রজেক্ট ফিনান্স করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে। প্রজেক্ট মূল্যায়ন এবং নির্বাচন করার জন্য বছরে অন্ততঃ দু’বার মিটিং হবে এবং মিটিং পরিচালনা করবেন কেন্দ্রীয় সরকারের আর্থিক উপদেষ্টা।
তাছাড়া পরিবেশ মন্ত্রক, নীতি আয়োগ, অর্থ মন্ত্রক থেকে কমিটিতে সদস্যরা থাকবেন এবং প্রজেক্ট মূল্যায়নের জন্য বিভিন্ন বিষয়ে
বিশেষজ্ঞদেরও কমিটিতে রাখা হবে।
গত কেন্দ্রীয় বাজেটের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই অর্থ বছরে গ্ৰীণ বন্ড ইস্যু করা হবে বলেছিলেন।
বন ধ্বংস, সবুজ ধ্বংস করে শহরায়ন, নগরায়ন চলছে, জীবাশ্ম তেলের অনিয়ন্ত্রিত ব্যবহারও হচ্ছে। তারফলে বাতাসে অতিরিক্ত কার্বণ নির্গমন হওয়ার জন্য বিশ্বব্যাপী উষ্ণায়ন হচ্ছে যা ভবিষ্যতে পৃথিবীর বাসিন্দাদের জন্য বিপদ ডেকে আনবে।
তাই গ্ৰীণ বন্ডের অর্থে গ্ৰীণ প্রজেক্টগুলো বাস্তবায়িত হলে
ভারতবর্ষ উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করার কর্মযজ্ঞে কিছুটা হলেও অবদান রাখবে সেটা বলাই বাহুল্য।