কৃষকদের উন্নতিকল্পে, সরকার দ্বারা গঠিত সংস্থা, বর্ধমান কৃষি উদ্যোগ ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তালিত সংলগ্ন জয়গুরু ম্যারেজ হলে এক সচেতনতা শিবির ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। সেখানে, মূলত বর্ধমান 1 ব্লকের, বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক কৃষক অংশ করেন। উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক ও উপদেষ্টামণ্ডলী , জেলা উপকৃষি অধিকর্তা (ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্ট) ও প্রকল্প নির্দেশক (আতমা) সজল ঘোষ বাবু, সহকৃষি অধিকর্তা (বর্ধমান 1ব্লক) সব্যসাচী দাস বাবু, সিবিবিও পক্ষে প্রকল্প ব্যবস্থাপক সৌরভ কুণ্ডু ও পূর্ব জেলা কর্ডিনেটর (সিবিবিও) আলী আসরাফ সিদ্দিকী সহ কৃষি বিশেষজ্ঞ সুজিত মণ্ডল ও প্রগতিশীল কৃষকরা। প্রত্যেকে কৃষকের উন্নতিকল্পে, কৃষক উৎপাদক সংস্থার ভূমিকার কথা তুলে ধরেন ও কৃষকদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও কৃষিক্ষেত্রে রোগ ও ওষুধের ব্যবহার নিয়ে আলোচনা হয়।
পরিবেশ রক্ষায় বন দফতরের দেওয়া গাছ বিতরণ করা হয়। পার্থেনিয়াম গাছের ক্ষতিকর দিক নিয়ে তৈরী লিফলেটও কৃষকদের মধ্যে বিলি করা হয়। কৃষকদের মধ্যে কৃষক উৎপাদক সংস্থা নিয়ে উৎসাহ ও আশার সঞ্চার লক্ষ্য করা যায়।

Leave a Reply