সেখ সামসুদ্দিন, ৪ জুনঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এর ছাত্র শেখ রাজিবুর রহমান মাধ্যমিক পরীক্ষায় ৬৮৩ নম্বর পেয়ে রাজ্যে ১১ নম্বর স্থান অর্জন করে। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক ও ভাইস চেয়ারম্যান পৃথকভাবে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট সহ উপহার সামগ্রী দিয়ে তাকে শুভেচ্ছা জানান। রাজিবুর রহমানের পিতা সেখ আসিফুর রহমান মেমারি মামুন ন্যাশানাল স্কুলের গণিত শিক্ষক এবং মা গৃহবধূ। এক ভাই ও এক বোন, বোন পঞ্চম শ্রেণিতে পড়ে। রাজিবুর রহমান এর কাছে জানা যায় ইংরেজি প্রাইভেট শিক্ষক ছাড়া আর কোন সাবজেক্টে তার প্রাইভেট টিউটর ছিলনা। মা বাবা ও স্কুলের শিক্ষকদের সাহায্যে এই ফলাফল করে।