কাজল মিত্র :-গত কয়েকদিন ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ অপরাধীদের ধরতে কড়া নজরদারি বাড়িয়েছে।কিছুদিন আগে বিশাল অস্ত্র কারখানার হদিস মেলার পর এবার অবৈধ কাশির সিরাফ বাজেয়াপ্ত করল কুলটি পুলিশ।একই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে কুলটি থানার পুলিশ জাতীয় সড়ক থেকে কাশির সিরাপ ভর্তি
ট্রাক জব্দ করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্য পুলিশের এসটিএফ এটি সম্পন্ন করেছে যে পুলিশ এখন পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। গত রাতে ট্রাকটি কুলটি থানায় আনা হয় এবং ট্রাক থেকে বাক্সগুলো সরিয়ে থানায় রাখা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি বাক্সে কাশির সিরাপ থাকতে পারে,তবে পুলিশের বয়ানের পরেই জানা যাবে এই বাক্সগুলিতে কী আছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পরেই পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে, যদিও পুলিশের এই পদক্ষেপ এলাকায় আতঙ্ক তৈরি করেছে।

Leave a Reply