শুভ ঘোষ,
বাঙালির বারো মাসে তেরো পার্বণ তেমনি আজ 17 ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পূজো উপলক্ষে মধ্য কলকাতার এন্টালী মার্কেটে সংলগ্ন পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন উদ্যোগে ৫৪ নম্বর ওয়ার্ডে কো-অর্ডিনেটর এম এম আই সি আমিরউদ্দিন ( ববি ) ও 54 ওয়ার্ড সেক্রেটারি শাহানাওয়াজ হোসেন এর উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য চেকাপের আয়োজন করা হয় । সেখানে চক্ষু দাঁত, ডায়াবেটিস, ব্লাড সুগার, রক্ত পরীক্ষা প্রভৃতি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে । এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ কলকাতা হকার্স ইউনিয়ন প্রেসিডেন্ট শচীন ত্রিপাঠি ,বিশিষ্ট সমাজসেবী পূজা সাহা ও রেখা সিং সহ আরো অনেকে বিশিষ্ট গুণী জন ব্যক্তি উপস্থিত ছিলেন।