“অন্তরালে”,
গোপা ভট্টাচার্য্য,
আলিঙ্গন তুমি কলুষিত তখন,
যে স্পর্শে থাকে কামুকের বিষাক্ত ছোবল,
কুঁকড়ে যায় শরীর, মন, ঘৃণায় যখন … ।
ভালোবাসার নামে কলঙ্ক ছুঁয়ে যায় জঘন্য কামুক ইশারায়..
শ্রদ্ধার পাতানো আম্রপল্লবের ঘট উল্টে পড়ে অদম্য বন্যতায়..
সম্মানীয়র সংজ্ঞা গুলিয়ে গেছে গুগলির চক্রব্যুহতে..
একটা পবিত্র মন ছাড়া কিছুই লাগে না বিশ্বাসী হতে..
ইতিহাস লিখে যায় বন্য, কামুক, পোশাকি চেহারার..
তীব্র বাসনা, মানুষ হওয়ার..!
তাই মানুষ হতে জন্ম নিতে হয় বারবার।।