দুই শঙ্করের যৌথ চেষ্টায় প্রাণ বাঁচল যুবক ও বৃদ্ধের
সেখ সামসুদ্দিনঃ ২৭ বছরের এক যুবক ও ৭৫ বছর বয়সী বৃদ্ধার দরকার পড়ে যথাক্রমে এ নেগেটিভ এবং ও নেগেটিভ রক্তের। হন্যে হয়ে সারাদিন ঘোরার পর বেলা ৩.৩০ টায় যোগাযোগ করেন তারা পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির কাছে। দ্রুততার সাথে উক্ত বিরল গ্রুপের রক্তের খোঁজ শুরু করে পল্লীমঙ্গল। শেষে খোঁজ পাওয়া যায় স্থানীয় শঙ্কর দাশের, যিনি পেশায় মুচি এবং এ নেগেটিভ গ্রপের রক্তদাতা, তাকে দোকান থেকে নিয়ে পৌছানো হয় ব্লাড ব্যাঙ্কে। অপরদিকে ও নেগেটিভ পাওয়া যায় স্থানীয় ব্রাহ্মণ শঙ্কর চ্যাটার্জীর, যিনি সবে পুজো সেরে বাড়ি ফিরছিলেন। তাকে নিয়েও ব্লাড ব্যাঙ্কে পৌঁছানো হয়। বেলা ৪.৩০ টায় ২জনের রক্তদানের পর অসুস্থ যুবক ও বৃদ্ধের হাতে রক্ত তুলে দেওয়া হয় বলে জানান পল্লীমঙ্গলের সাধারণ সম্পাদক সন্দীপন সরকার।