সাধন মন্ডল,
মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্প সারা রাজ্যের মধ্যে কাজের নিরিখে বাঁকুড়া জেলা প্রথম স্থান অধিকার করেছে এ ব্যাপারে বাঁকুড়া জেলা শাসক কে রাধিকা আয়ার বলেন আমাদের বেঁধে দেওয়া কর্মসূচি আমরা সেপ্টেম্বর মাসের মধ্যেই পূরণ করতে পেরেছি যা রাজ্যের খাতায় রাজ্যের সেরা জেলা হিসেবে নির্বাচিত হয়েছি রাজ্যের সেরা হয়ে আমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গেল আগামী দিনে আমাদের এমজি এন আর জি এস কাজ আরো বাড়াতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ তার মাঝে বিধানসভা নির্বাচন এর মধ্য থেকেও আমরা আমাদের লক্ষ্যে ঠিকছিলাম। আমাদের সমস্ত জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন হাতে হাত মিলিয়ে লক্ষ্য পূরণের লক্ষ্যে কাজ করেছপ এর জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমরা প্রতিটি পরিবারকে 44 দিন করে কাজ দিয়েছি জেলার এই সাফল্যে গর্বিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু তিনি বলেন এটা আমাদের সকলের পক্ষ বদ্ধ ভাবে কাজ করার ফল যাকে বলা হয় দশের লাঠি একের বোঝা আমরা আমাদের জেলায় এই প্রকল্পের সাথে যুক্ত থাকা সমস্ত আধিকারিক কর্মী শ্রমিক সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এই ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি সেই চেষ্টা আমাদের করেই যেতে হবে রাজ্যকে পথ দেখাচ্ছে পিছিয়ে পড়া জেলা বাঁকুড়া