উপনির্বাচনে তিন আসনে বামেদের সমর্থন, শান্তিপুরে প্রার্থী দেবে কংগ্রেস
সেখ আনোয়ার আলী (রানা) ,
আসন্ন বিধানসভার উপনির্বাচনে জোট না হলেও তিন আসনে বামেদের সমর্থন জানাবে কংগ্রেস। তবে শান্তিপুরে প্রার্থী দেবে কংগ্রেস। এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আগামী ৩০ অক্টোবর রাজ্যের যে চার আসনে ভোট হওয়ার কথা, তার মধ্যে শুধু শান্তিপুরেই সামান্য সংগঠন অবশিষ্ট আছে হাত শিবিরের। শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রে তেমন গ্রহণযোগ্য প্রার্থীই খুঁজে পাচ্ছে না কংগ্রেস । সংগঠন নামমাত্র। তাই গোসাবা, খড়দহ ও দিনহাটায় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির। গত বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কংগ্রেসের সকল রাজ্য নেতা এবং সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের সঙ্গে এক ভারচুয়াল বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত হয় শান্তিপুর ছাড়া বাকি তিন আসনে যেহেতু গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোটের শরিক হিসেবে বামেদের ছাড়া হয়েছিল, এবারও তেমনই ছাড়া হবে। তবে, শান্তিপুরে কংগ্রেস লড়াই করবে। কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা তা ফের জানান দিলো এই উপনির্বাচনে প্রার্থী না দেওয়া বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যার অর্থ এবারে বিধানসভার উপনির্বাচনে শান্তিপুরে চতুর্মুখী লড়াই হবে। কারণ, ইতিমধ্যেই ওই আসনে বামেরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেস বাকি তিন আসন বামেদের সমর্থন করলেও বামফ্রন্ট শান্তিপুর থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করার কোনও ইঙ্গিত দেয়নি। যদিও, ২০১৬ সালে বাম-কংগ্রেস জোট হওয়ার পর থেকেই এই আসনটিতে কংগ্রেস লড়ে আসছে। এতেই স্পষ্ট যে, বামেরা না চাইলেও জোট বজায় রাখতে .