সশস্ত্র অবস্থায় দিবালোকে ফিল্মি কায়দায় লুট চালালো ডাকাতের দল

কাজল মিত্র :- আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ভাঙ্গা পাচিল ওল্ড স্টেশন স্কুলের বিপরীতে অবস্থিত মুথুট ফিন্যান্স কোম্পানিতে শনিবার দুপুরে দিনের আলোতে একেবারে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। কোম্পানির সিকিউরিটি গার্ড অনিল পান্ডে জানান, প্রায় দুপুর নাগাদ লোন নেওয়ার নাম করে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তারপর তিনি গেট বন্ধ করতে যাচ্ছিলেন ঠিক সেইসময় আরো তিনজন বন্দুক নিয়ে তাকে ভেতরে ঠেলে দেয়। অফিসে চারজন কর্মচারী ও একজন গ্রাহক ছিলেন। ডাকাতরা বন্দুক দেখিয়ে সবাইকে দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় একটি ঘরে আটকে রাখে। এবং সবার মুখ সেললোটেপ দিয়ে আটকানো ছিল।এরপর, ম্যানেজারকে মারধর করার পর, লকারের চাবি নিয়ে,ব্যাগে সোনা ও নগদ টাকা ভরে পালিয়ে যায়। ম্যানেজার জানিয়েছেন যে প্রায় 12 কেজি সোনা এবং নগদ 10 লক্ষ টাকা লুট করা হয়েছে।এই ব্যাংকে থেকে প্রায় 5 কোটি টাকার ডাকাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। এবং সিসিটিভি ফুটেজ

Leave a Reply