Spread the love

জনি বনি

  • Klikk OTT তে Milky Way Films প্রযোজিত অভিজিৎ চৌধুরী নির্দেশিত

সংক্ষিপ্ত কাহিনী

তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনো ইনভেস্টিগেশন কেসের দায়িত্ব পেতে।  তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা,  জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবী করেন। প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশুনো, সবরকমের গৃহস্থালি কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি চেঞ্জ করতে পারে না।  জনিকে ওর স্ত্রী আঁখির কাছে ডিউটি নিয়ে মিথ্যে গল্প দিতে হয়, কারণ আর যাই ঘটুক জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে পারবে  না।

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে,  জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়, কলকাতায়  একটা দাবা টুর্নামেন্ট খেলবে বলে। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম এন্ড জেরির মত। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে। জনি আঁখিকে ডিউটি নিয়ে যাইই গল্প দিতে যায়, বনি সেগুলো গুল হিসেবে ডিক্লেয়ার করে। 

জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে যখন তিনজন দুষ্কৃতী প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করে এবং জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। কিন্তু ঘটনার পর থেকে প্রমোদ সেনের মেয়ে রিমিরও খোঁজ পাওয়া যায় না। জনি কেসটার  ইনভেস্টিগেশনের দায়িত্ব পায়।  জনি তদন্ত করতে শুরু করে ক্রমশ বুঝতে পারে অত্যন্ত পাওয়ারফুল কিছু মানুষ গোটা ঘটনাটার সাথে জড়িয়ে এবং লোকাল থানা আসলে চায় না কেসটার সমাধান হোক। একই সাথে বনির দাবা টুর্নামেন্ট শুরু হয়। 

জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সল্ভ করতে ?  বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে ?  নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে  একে অন্যের সাহায্য  নিতে হবে। পরতে পরতে রহস্য, দাবার চাল, অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার এবং এক কিশোরের আখ্যান নিয়েই গল্প ‘জনি & বনি’
  
কলাকুশলী

কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা – অভিজিৎ চৌধুরী
প্রযোজক– দেব সরকার, Milky Way Films
চিত্রগ্রহণ– শুভদীপ দে
সঙ্গীত – আকিব হায়াত। 
পোশাক পরিকল্পনা– নন্দিনী সেনগুপ্ত
সহযোগী পরিচালনা– অর্পন দেব, অঙ্কন রায়
গনমাধ্যম প্রচার – রানা বসু ঠাকুর
সহকারী পরিচালনা– সৌরভ সিনহা, অরিন্দম দাশ, প্রিয়াঙ্কা দেবনাথ, তুষিতা ব্যানার্জি, মিতা নায়েক, বিভাস সর্দার
লাইন প্রডিউসার- পীযূষ ঘোষ, অরিন্দম গোস্বামী, বীপ্রজিৎ শীল
মেকআপ আর্টিস্ট– প্রসেনজিৎ ব্যানার্জি
নৃত্য পরিচালনা – তুষিতা ব্যানার্জি।
হেয়ার স্টাইলিস্ট– নমিতা
শিল্প নির্দেশনা– সুভাষ সাহা
  
অভিনয়ে– 
দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত, অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখার্জি, পুষ্পিতা মুখার্জি, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে এবং তুষিতা ব্যানার্জি।

পরিচালকের করা আগের কাজ

আস্তে লেডিস, মানভঞ্জন, একেনবাবু ও ঢাকা রহস্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *