আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন ,
বুধবার কলকাতা হাইকোর্ট আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পরিবার এবং তার বাসস্থানের উপযুক্ত পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল । ‘যে কোনও অসুবিধায় পরিবারের পাশে দাঁড়াতে হবে বেলেঘাটা থানাকে এবং উপযুক্ত নিরাপত্তা দিতে হবে’। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ।সন্দীপ ঘোষের দুই সন্তান ও শাশুড়িও একই বাড়িতে থাকেন বলে সূত্রের খবর।আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষের পরিবার অনবরত হুমকির শিকার হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। প্রচুর মানুষ দফায় দফায় বড়ির সামনে জমায়েত করছেন বলেও জানান সন্দীপ ঘোষের পরিবারের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন , -‘ইতিমধ্যেই পরিস্থিতি বুঝে পুলিশ মোতায়েন হয়েছে। পুলিশের মোবাইল ভ্যানও রাখা হয়েছে। বেলেঘাটা থানা ইতিমধ্যে পদক্ষেপ করেছে’। রাজ্যের বক্তব্য জানার পর যাবতীয় নিরাপত্তা নির্দেশ বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের।যদিও এখন বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে বলে রাজ্যে জানিয়েছে।বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি। আর সেই বাড়িতেই স্ত্রী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে থাকেন সন্দীপ ঘোষ। সেখানে হামলার আশঙ্কা করছেন তিনি। তাঁর শ্বশুর নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা করেন। এদিনের মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, “পুলিশ আপনাকে নিরাপত্তা দেয়নি? কী ধরনের হামলার আশঙ্কা করছেন? আপনার এলাকায় পুলিশ নেই?”মামলাকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, “প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাকে পুলিশের কাছে আবেদন করতে বলেছেন। প্রতিদিন সিবিআই অফিসে দৌঁড়তে হচ্ছে।” তিনি আরও জানান, -‘১৪-১৫ আগস্ট আরজি করের ঘটনার পর থেকে বাড়ির সামনে কয়েক হাজার লোকের জমায়েত হয়’।রাজ্যের তরফে দাবি করা হয়, -‘বাড়ির সামনে ২৪ ঘণ্টা পুলিশ পিকেট রয়েছে। মোবাইল ভ্যান এলাকায় রয়েছে। ওসি বেলেঘাটা পদক্ষেপ করছে’। এরপরই হাইকোর্টের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, -‘বেলাঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকবে’।