আমার মুন,
ইন্দ্রানী গুপ্ত,
ভালবাসি মুন মুনকে
আজও ভালবাসি
আগামীতেও ভালবাসবো
জীবনের শেষ নিঃশ্বাস
পর্যন্ত ভালবাসবো….
গল্পে গল্পে ভালবাসবো
কবিতায় কবিতায় ভালবাসবো
আমার হৃদয়ের
কুঁড়ে ঘরের
একজায়গায় যত্নে রাখবো
আদরে, আল্লাদে…
এতো রূপবতী
এতো গুণবতী
এতো মায়াবতী
মুন মুন তুই
আমার ভালোবাসার
মণিকোঠায় আরেকটি নাম..
তুইও যেন সারাজীবন এমনি থাকিস
আমার ভালবাসা হয়ে।